Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/EzVkvHcd99xQ1HB0gHYr.png)
নিজস্ব সংবাদদাতা: রাজ্যবাসীর জন্য মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায় পাড়ায় পাড়ায় ক্যাম্প চালাচ্ছেন। ফলে যারা সরকারি অফিসগুলিতে সব প্রয়োজনীয় কাজ করতে পারেন না তারা নিজেদের এলাকা থেকেই করিয়ে নিতে পারেন। এর ফলে বছরের নির্দিষ্ট সময়ের জন্য প্রতিটি এলাকায় দুয়ারে সরকারের ক্যাম্প চালানো হয়।
/anm-bengali/media/media_files/0lSk7mLeMBIZ5ddUOUS7.jpg)
এই বছর চলতি মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে চালু হবে দুয়ারে সরকার ক্যাম্প। লক্ষ্মীর ভাণ্ডার, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, তপশিলি বন্ধু, স্বাস্থ্য সাথী, রূপশ্রী, ঐক্যশ্রী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, কৃষকবন্ধু, জয় জোহার, প্রতিবন্ধী সার্টিফিকেট স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইত্যাদি সব পাবেন আপনারা।
/anm-bengali/media/post_attachments/bded36de3b0e85b2d1072da7a4342b1b689f6b53c6f091a2458941d0ee7278a1.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us