/anm-bengali/media/media_files/2yyqRsmVytd8g4jpcYu4.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: নিম্নচাপ আর মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃষ্টি থেকে রেহাই মিলছে না বাংলায়। ওড়িশার পুরীর উপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখার জেরে রাজ্যে প্রবেশ করছে প্রচুর জলীয় বাষ্প। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও উত্তরবঙ্গের জন্য এখনও রয়ে গেল দুর্যোগের আশঙ্কা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কমলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি বাড়বে। উপকূলবর্তী জেলা ও সংলগ্ন এলাকায় শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আজ বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/5fJ6SM8GrBWiaj7oOoNJ.jpg)
অন্যদিকে উত্তরবঙ্গে জারি হয়েছে কমলা সতর্কতা। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার আশঙ্কা। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবেই। আর্দ্রতা জনিত অস্বস্তিও বজায় থাকবে। আবার মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দপ্তর বলছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে রাজস্থানের বিকানীর থেকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি বিদর্ভে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। এর প্রভাবেই চলতি সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা জারি থাকছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us