পেরোতে চলল শুকনো মরশুম, হাত পড়েনি গঙ্গা ভাঙন

শুখা মরশুম পেরোতে চললেও এখনও গঙ্গা ভাঙন রোধের কাজ শুরু হয়নি ৷ ফলে ঘুম ছুটেছে গঙ্গাপাড়ের মানুষজনের ৷

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
আইকোর মামলায় এবার মানস ভুঁইয়াকে তলব করল CBI

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি বিধানসভায় সেচমন্ত্রী মানস ভুঁইয়া ঘোষণা করেছেন, ঘাটালের মতো এবার মালদা ও মুর্শিদাবাদ জেলার গঙ্গা ভাঙন প্রতিরোধে মাস্টারপ্ল্যান তৈরি করা হবে ৷ কিন্তু কবে হবে এই মাস্টারপ্ল্যান, তা নিয়ে অবশ্য কিছু বলেননি তিনি ৷ তবে কি তাঁর এই ঘোষণা ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে ? প্রশ্ন গঙ্গাতীরের বাসিন্দাদের ৷ তাঁদের অভিযোগ, শুখা মরশুম শুরু হওয়ার পর চার মাস হয়ে গেল ৷ এখনও ভাঙন রোধের কাজ শুরুই হয়নি ৷ কবে সেই কাজ শুরু হবে, কবেই বা শেষ হবে তা কেউ জানে না ৷

ganga

সময় থাকতে থাকতেই রতুয়ার গঙ্গা তীরবর্তী এলাকার অনেকে নিজেদের ঘরবাড়ি সরিয়ে নিতে শুরু করেছেন ৷ কারণ, একবার ভাঙন শুরু হয়ে গেলে গঙ্গা আর সময় দেবে না ৷ বাড়িঘর নিজের গর্ভে টেনে নেবে ৷ যদিও সেচ দফতরের প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন, আর কয়েকদিনের মধ্যে গঙ্গা ভাঙন রোধের কাজে হাত দেওয়া হবে ৷