BREAKING: কলকাতার আকাশে সন্দেহজনক ড্রোন! পুলিশ, সেনা সবাই সজাগ

কোথা থেকে এল এই ড্রোন?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: কলকাতার আকাশে ড্রোন। একসঙ্গে ৪টি ড্রোনের দেখা মিলল রাত্রিবেলায়। সোমবার রাত পৌনে দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত উড়েছে এই ড্রোনগুলি। মহেশতলার দিক থেকে হেস্টিংস- এর দিকে আকাশে দেখা যায় ড্রোন। সেখান থেকে ফোর্ট উইলিয়াম, ব্রিগেড, ভিক্টোরিয়া মেমোরিয়ালের আকাশেও দেখা গেছে ড্রোন। পুলিশ আধিকারিকরা প্রায় ২৫ মিনিটের বেশি সময় ধরে এটা লক্ষ্য করেন। সেনা ও বায়ু সেনাকে খবর দেওয়া হয়। গোয়েন্দা বিভাগ সজাগ হয়ে যায়। লালবাজারকে গোটা বিষয়টা জানানো হয়। 

ড্রোনগুলি কোথা থেকে উড়ল বা কোথায় নামল সেই বিষয়টি এখনও পর্যন্ত জানা যায়নি।

In pictures: Let these drone visuals show you what Kolkata looks like from  the sky - India Today