New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: কলকাতার আকাশে ড্রোন। একসঙ্গে ৪টি ড্রোনের দেখা মিলল রাত্রিবেলায়। সোমবার রাত পৌনে দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত উড়েছে এই ড্রোনগুলি। মহেশতলার দিক থেকে হেস্টিংস- এর দিকে আকাশে দেখা যায় ড্রোন। সেখান থেকে ফোর্ট উইলিয়াম, ব্রিগেড, ভিক্টোরিয়া মেমোরিয়ালের আকাশেও দেখা গেছে ড্রোন। পুলিশ আধিকারিকরা প্রায় ২৫ মিনিটের বেশি সময় ধরে এটা লক্ষ্য করেন। সেনা ও বায়ু সেনাকে খবর দেওয়া হয়। গোয়েন্দা বিভাগ সজাগ হয়ে যায়। লালবাজারকে গোটা বিষয়টা জানানো হয়।
ড্রোনগুলি কোথা থেকে উড়ল বা কোথায় নামল সেই বিষয়টি এখনও পর্যন্ত জানা যায়নি।
/anm-bengali/media/post_attachments/indiatoday/images/story/201602/sandip-de-story,-fb_647_020516083314-830901.jpg?VersionId=ELUrImtfw9XRXLZtmk.uQGzMaZSpGYLE)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us