আরজি কর ঘটনার প্রতিবাদ, ডাক্তার দেবাশিস হালদারের পোস্টিং বদলে গেল আচমকাই

বিষয়টি যথেষ্ট সন্দেহজনক এবং উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
junior doctors protest ssssssssssssss

File Picture

নিজস্ব সংবাদদাতা: একসময় আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যজুড়ে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন ডাঃ দেবাশিস হালদার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দেবাশিসের পোস্টিং বদলকে ঘিরে তীব্র বিতর্ক ছড়াল। চিকিৎসক মহল থেকে শুরু করে রাজনৈতিক মহলেও এই নিয়ে উত্তেজনা চরমে।

সম্প্রতি স্বাস্থ্য দফতরের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের পোস্টিং সংক্রান্ত মেধাতালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যায়, শুধুমাত্র দেবাশিস হালদারের পোস্টিং বদল হয়েছে। প্রথমে তিনি হাওড়া জেলা হাসপাতালে পোস্টিংয়ের আবেদন করেছিলেন ও সেই মর্মে স্বাক্ষর করেও ছিলেন। অথচ তালিকায় দেখা যায়, তাঁকে মালদার গাজোল ব্লক হাসপাতালে পাঠানো হয়েছে — এমন এক হাসপাতাল যার নামই মূল শূন্যপদের তালিকায় ছিল না।

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম-এর তরফে জানানো হয়েছে, এ বছর মোট ৭৭৮ জন চিকিৎসকের কাউন্সেলিং হয়। তবে শুধুমাত্র দেবাশিস হালদারের ক্ষেত্রেই পোস্টিংয়ে পরিবর্তন আনা হয়েছে, যা পূর্বনির্ধারিত নিয়মবিরুদ্ধ।

Junior doctors

এই বিষয়ে ডাঃ দেবাশিস হালদার জানান, “জয়েনিং নিয়ে আগেই কিছু সমস্যা ছিল। এবার তালিকা প্রকাশিত হওয়ার পর দেখি, আমার নামের পাশে হাসপাতালের নাম বদলে গিয়েছে। অথচ যেখানে পোস্টিং দেওয়া হয়েছে, সেই হাসপাতালে কোনও শূন্যপদই ছিল না”। তিনি আরও বলেন, বিষয়টি যথেষ্ট সন্দেহজনক এবং উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছেন।

স্বাস্থ্য দফতরের তরফে দাবি করা হয়েছে, কাউন্সেলিংয়ের মাধ্যমে সকল চিকিৎসককে পছন্দমতো পোস্টিং বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। নিয়ম মেনেই তালিকা তৈরি হয়েছে। দেবাশিস নিজেই হাওড়া হাসপাতাল পছন্দের তালিকায় রেখেছিলেন। তবে পোস্টিং কেন এবং কীভাবে বদল হল, তা নিয়ে এখনো স্পষ্ট ব্যাখ্যা মেলেনি।