/anm-bengali/media/media_files/2025/05/29/yiEG4T9z9hcgxqvc4wbi.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাজ্য সফর সারলেন প্রধানমন্ত্রী। আলিপুরদুয়ার থেকেই তৃণমূল সরকার এবং সর্বপরী মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন তিনি। আর তাঁর বঙ্গ ছাড়ার আগেই তাঁকে পাল্টা আক্রমণ ফিরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রধানমন্ত্রীর সভা শেষ হওয়ার প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। আর সেখান থেকেই তীর্যক ভাষায় বলেন, “অপারেশন সিন্দুর’ নাম কেন্দ্রের দেওয়া, রাজনৈতিক ভাবে আকর্ষণীয় করতেই এই উদ্যোগ। সর্বদলীয় প্রতিনিধিরা দেশে দেশে সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। অথচ এই সময়ই তিনি রাজ্যে এলেন। এটা কি রাজনীতি করার সময়?”
/anm-bengali/media/media_files/2025/05/29/VrSG4RIbyD25MOwNJgKu.png)
এরপরই মুখ্যমন্ত্রী না থেমে বলেন, “রাজনীতির হোলি খেলতে এসেছেন মোদী, এটা শোভা পায় না। মা-বোনেদের সিঁদুর নিয়ে ব্যবসা করা যায় না”। এদিন এই ভাবেই প্রধানমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us