New Update
/anm-bengali/media/media_files/20lX2sDYyRC9hnkAbLK3.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: শিয়ালদাহ স্টেশনে জনস্রোতের মাঝেই ধরা পড়ল আতঙ্কের ছবি। হঠাৎ রেল পুলিশের ডগ স্কোয়াড বাহিনীর তল্লাশি অভিযান শুরু স্টেশন চত্বরে।
একুশে জুলাইকে কেন্দ্র করে সকাল থেকে শিয়ালদাহ স্টেশনে বহু মানুষের ভিড়। দুই ২৪ পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ থেকে দলে দলে তৃণমূল কর্মী সমর্থকরা শিয়ালদাহ স্টেশনে পৌঁছাচ্ছেন। এমনই সময়ে রেলওয়ে পুলিশের তরফে ডগস্কট বাহিনী নামানো হয় শিয়ালদাহ স্টেশনের বাইরে। বেশ কয়েকটি ব্যাগ সেই কুকুরকে দিয়ে চেক করানো হয়। তবে কি কারণে সন্দেহ তৈরি হল, কি এমন খবর রয়েছে সে বিষয়ে কোনো তথ্য দিতে চাইনি রেল পুলিশের কর্তারা।
/anm-bengali/media/media_files/PvYw6APuscuQ5RS580br.png)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us