নিজস্ব সংবাদদাতা: সকাল ১০:৩০টা পেরিয়ে গেলেও এই মুহূর্তে লালবাজার জমজমাট আন্দোলনে।
রাত পেরিয়ে সকাল হয়েছে, আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা সারারাত জেগেছেন। স্লোগানে, গানে রাতের দখল নিয়েছিলেন তারা। যোগ দিয়েছিলেন সাধারণ মানুষ থেকে অনেক শিল্পীরাও। সকাল হতেই স্বতঃস্ফূর্তভাবে আরো মানুষ এগিয়ে আসছেন, তাদের পাশে দাঁড়াচ্ছেন, খাবার, জল ইত্যাদি দিয়ে সাহায্য করছেন। বেলা যত বাড়বে রোদের তাপ বাড়বে, কিন্তু তাতে একটুও ঝাঁঝ কমবে না বলেই দাবি তাদের।