রোদের তাপ বাড়বে, ঝাঁঝ একটুও কমবে না! খাবার, জল নিয়ে লালবাজারে আন্দোলনরত ডাক্তারদের পাশে সাধারণ মানুষ

এখনও জারি আন্দোলন।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-09-03 at 11.14.56 AM

নিজস্ব সংবাদদাতা: সকাল ১০:৩০টা পেরিয়ে গেলেও এই মুহূর্তে লালবাজার জমজমাট আন্দোলনে। 

R G Kar Incident

রাত পেরিয়ে সকাল হয়েছে, আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা সারারাত জেগেছেন। স্লোগানে, গানে রাতের দখল নিয়েছিলেন তারা। যোগ দিয়েছিলেন সাধারণ মানুষ থেকে অনেক শিল্পীরাও। সকাল হতেই স্বতঃস্ফূর্তভাবে আরো মানুষ এগিয়ে আসছেন, তাদের পাশে দাঁড়াচ্ছেন, খাবার, জল ইত্যাদি দিয়ে সাহায্য করছেন। বেলা যত বাড়বে রোদের তাপ বাড়বে, কিন্তু তাতে একটুও ঝাঁঝ কমবে না বলেই দাবি তাদের।