আরজি কর কাণ্ডে নয়া মোড়ঃ CBI-র হাতে তালিকা দিলেন ডাক্তাররা! কাদের নাম রয়েছে? জানলে অবাক হবেন

আরজ কর কাণ্ডে উত্তাল গোটা বাংলা।

author-image
Aniruddha Chakraborty
New Update
cbi.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, আরজি করের ঘটনায় এবার সিজিও কমপ্লেক্সে গেলেন চিকিৎসকরা। সূত্রে খবর, সিবিআই-র হাতে সন্দেহভাজনের তালিকা তুলে দিয়েছেন তাঁরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাক্তাররা জানালেন, 'সিন্ডিকেটের বড় মাথাদের নাম দিয়ে এসেছি।' দীর্ঘ ২২ দিন পর পথে নেমেছেন ২০ হাজার চিকিৎসক। আজ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন ডাক্তাররা। মিছিলের পর তাঁরা সিবিআই আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এরপর বেরিয়ে এসে সাংবাদিকদের জানান যে, স্বাস্থ্যে যে সার্বিক দুর্নীতি, তা নিয়ে একটি নামের তালিকা গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছেন। ডাক্তারদের দাবি, নেংটি থেকে ধেড়ে সকলের নাম রয়েছে এই তালিকায়। চিকিৎসকরা এও মনে করছেন, স্বাস্থ্যের বেলাগাম দুর্নীতির পরোক্ষ প্রভাবের ফল তিলোত্তমার এমন ঘটনা। চিকিৎসকদের দাবি, কর্মবিরতির জেরে বর্ধমান মেডিকেল হোক বা মেদিনীপুর মেডিকেল কলেজ, সব জায়গায় তাঁদের হুমকির মুখে পড়তে হচ্ছে। ডাক্তারদের বক্তব্য, কারা এই 'থ্রেট সিন্ডিকেট' শুরু করেছেন তা খুঁজে বের করতে হবে। তাহলেই তিলোত্তমার ঘটনার অভিযুক্তরা প্রকাশ্যে চলেও আসতে পারে।

 এক চিকিৎসক বলেন, "নামের মধ্যে ছিল কমিশনার অব পুলিশ, হেলথ সেক্রেটারি, মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, মেম্বার এরা সারাদিন কেন ওইখানে ছিলেন তার যুক্তি গ্রাহ্য কারণ বুঝতে পারিনি আমরা। এই সব নাম আমরা বলে এসেছি। আমরা চাইছি এদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক।"