New Update
/anm-bengali/media/media_files/sZYjjkjvqh91kkD9Gb67.jpg)
নিজস্ব প্রতিবেদন : প্রায় দেড় মাস ধরে নিষ্ক্রিয় রাজ্য মেডিকেল কাউন্সিল। এ পর্যন্ত একাধিক সদস্য ইস্তফা দিয়েছেন, ফলে কাউন্সিল কার্যত অস্তিত্বহীন হয়ে পড়েছে।
/anm-bengali/media/media_files/ZhkmytNbvDUkUklOI7Ip.jpg)
স্বাস্থ্য সচিবের কাছে অভিযোগ উঠেছে, কাউন্সিলটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে, বিশেষ করে আরাজি কর কাণ্ডের সাথে যুক্ত কয়েকজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। চিকিৎসকদের দাবী, বর্তমান কাউন্সিলটি ভেঙে নতুন করে একটি কার্যকরী রাজ্য মেডিকেল কাউন্সিল গঠন করা জরুরি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us