গরম রসগোল্লার কাহিনী ভালো লাগবে তো? কাঁচের ঘরে থেকে ঢিল ছুড়তে নেই মাননীয়া- নাম করে তরুণজ্যোতির চরমতম খোঁচা- কে এই মাননীয়া? জানুন সম্পূর্ণ ট্যুইট একবার

কি বললেন তরুণজ্যোতি?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
tarunjyoti

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার নাম না করেই মাননীয়ার উদ্দেশ্যে চরমতম কটাক্ষ করলেন তরুণজ্যোতি তিওয়ারি। 

tarunjyotir1.jpg

তিনি ট্যুইট করে বলেন, "কাঁচের ঘরে থেকে ঢিল ছুড়তে নেই মাননীয়া।

আপনি নোংরা মন্তব্য করলেন আজকে। 

দীপক ঘোষের বইয়ের এক একটা পাতা যদি বড় করে প্রিন্ট করিয়ে পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পোস্টার এর মত করে লাগিয়ে দেওয়া হয় তাহলে ভালো লাগবে? 

গরম রসগোল্লার কাহিনী ভালো লাগবে তো? 

রঞ্জিত ঘোষ চ্যাপটার খোলা হলে ভালো লাগবে তো? 

মামাতো ভাই বোনের বিয়ে এবং তাদের ছেলে সম্পর্কে বললে ভালো লাগবে তো? 

নোংরামো করবেন না।"

তার এই ট্যুইটে কে এই মাননীয়া? তা ঘিরে চর্চা শুরু হয়েছে।