New Update
/anm-bengali/media/media_files/B4QT9gOMQYc5O71trodw.jpg)
নিজস্ব সংবাদদাতা: কোথাও দমকা হাওয়া দিচ্ছে আবার কোথাও প্রচন্ড বেগে হচ্ছে ঝড়। আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসতে চলেছে গোটা বাংলা জুড়ে। এই সময়টা সাধারণত অফিস থেকে বাড়ি ফেরার সময়। এই সময়ে মানুষের কাছে যানবাহন বলতে এই সময় থাকে বাস নইলে মেট্রো, অটো আর নইলে রিকশা।
কিন্তু আজ বাসে চড়ার আগে দুইবার ভাবুন। বাসের বড় বড় চাকা গর্তের মধ্যে জমে থাকা জল বা কাদায় আটকে যেতে পারে যখন তখন। ফলে আপনার বাড়ি ফেরা মুশকিল হয়ে যাবে। তাছাড়া রাস্তায় যেখানে সেখানে গাছ ভেঙে পড়তে পারে প্রবল ঝড়ের দাপটে। বৃষ্টিতে জ্যাম স্বাভাবিক দিনের চেয়ে বেশি হয়। দীর্ঘক্ষণ এমন হলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। তাই ভেবেচিন্তে চলাচল করুন আজ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us