New Update
/anm-bengali/media/media_files/6QnKKy9Twp8DpZk99zrH.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বিশ্বের সবথেকে দূষিত শহর গুলোর তালিকায় আরও একবার নাম লেখাল কলকাতা। দিল্লির সঙ্গে প্রথম দশেই উঠে এল তিলোত্তমার নাম। রবিবার কালীপুজোতেই সেই রেকর্ড গড়ল প্রিয় শহর।
সোমবার যে তথ্য সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, এয়ার কোয়ালিটি ইনডেক্স বা বাতাসের গুণমানের নিরিখে বিশ্বের সবথেকে খারাপ অবস্থা দিল্লির। বিশ্বের দূষিত শহরগুলির মধ্যে এক নম্বরে দিল্লি। আর ৪ নম্বরে উঠে এসেছে কলকাতা। আর এই রেকর্ড তৈরি হয়েছে মাত্র ২৪ ঘন্টায়!
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us