নিজস্ব সংবাদদাতা: হনুমান জয়ন্তীতে হনুমান পুজো করতে গিয়ে হনুমান ভক্তদের আক্রান্ত হতে হয়েছে পুলিশের হাতে, অভিযোগ বঙ্গ বিজেপির।
তারা X হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে লেখে, 'পশ্চিমবঙ্গে হিন্দুদের স্বাধীনতার মাত্রা। রাজ্য প্রশাসন খারিজ করার পর কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে হনুমান পুজো করছে রাম দূত সংঘ। পরে নিরাপত্তাজনিত হুমকির কারণে হনুমান ভক্তদের মূর্তি পাহারা দিতে হয় রাত ২টোয়। বাংলার পুলিশ এসে তাদের উপর হামলা চালায়। এছাড়াও পুজোয় অংশগ্রহণকারীদের যাতে কোনও ক্ষতি না হয় তা নিশ্চিত করার কথা পুলিশের। তবে এখানে মমতা পুলিশ নিজেই আয়োজকদের ওপর হামলা চালাচ্ছে। এটি শুধুমাত্র আদালতের অবমাননা নয়, অনুচ্ছেদ ১৪, ১৯, ২৫ এবং ২৬- এর অধীনে সাংবিধানিক সুরক্ষার প্রতি স্পষ্ট অবজ্ঞা'।
Level of freedom Hindus enjoy in West Bengal.
— BJP West Bengal (@BJP4Bengal) April 24, 2024
Ram doot Sangha is doing Hanuman Puja with the permission of Calcutta High Court after the state administration denied it.
Later, due to security threats, Hanuman Bhakts had to guard the idol even at 2 AM! Bengal Police came to do… pic.twitter.com/dCGXTm8yLS
/anm-bengali/media/post_attachments/02de4b87800afc98c668e54a36eff37fa1371b2d94f1e6b39e6c8891d65912e1.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us