'চালাকি সবাই বোঝে'! অভিষেককে নিশানা দিলীপের

নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যয়। তাকে নিশানা করে বড় ইঙ্গিত দিলেন বিজেপির দিলীপ ঘোষ।

author-image
Pallabi Sanyal
New Update
১১

নিজস্ব সংবাদদাতা : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ বিজেপি নেতা দিলীপ ঘোষের। বিচারপতি অমৃতা সিনহার রায়ের পাল্টা অভিষেকের সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে ফের সুর চড়ালেন খড়গপুরের সাংসদ। ডায়মণ্ড হারবারের সাংসদকে নিশানা করে তিনি বলেন, ''একদিকে অভিষেক বলছেন যে ফাঁসি দিয়ে দিন, অন্যদিকে রক্ষা কবচ চেয়ে দ্বারস্থ হচ্ছেন দেশের শীর্ষ আদালতের। এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে ঘুরে আদালতের সময় নষ্ট করছেন। এবং সরকারি অর্থও নষ্ট করছেন। ২৫ লক্ষ টাকা জরিমানা মুখের কথা নয়। সবাই চালাকি বুঝে গিয়েছে। এর আগে বহু নেতা এক চেষ্টা করেছেন।  এক আদালত থেকে আরেক আদালতে ঘুরলেও জেলে হতে হয়েছে তাদের। অপেক্ষা করুন কাজ চলছে। ''  অভিষেকও কি গ্রেফতার হবেন? কবে? দিলীপ ঘোষের মন্তব্য সেই প্রশ্নই তুলে দিল।