ফেঁসে গেলেন শুভেন্দু! মানছে না BJP! হলোটা কী?

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে 'নো ভোট টু মমতা' স্লোগান দিয়ে বিতর্কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি চাইছেন, যে সব আসনে বিজেপি দুর্বল সেখানে মানুষ তৃণমূল বাদে অন্য যে কোনও দলকে ভোট দিক।

author-image
Anusmita Bhattacharya
New Update
dilipsuv

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে (Panchayet Election)সামনে রেখে 'নো ভোট টু মমতা' (No vote to Mamata) স্লোগান দিয়ে বিতর্কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি চাইছেন, যে সব আসনে বিজেপি (BJP) দুর্বল সেখানে মানুষ তৃণমূল (TMC) বাদে অন্য যে কোনও দলকে ভোট দিক। বুধবার এই ব্যাপারে মুখ খুললেন রাজ্য বিজেপির (BJP Bengal) হেভিওয়েট মুখ তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বলেন যে বিজেপি এমন কোনও স্লোগান দেয়নি। দিতে পারে না। ব্যক্তি আক্রমণে বিশ্বাসী নন তিনি সেটাও জানিয়ে দিলেন। একে তিনি কারও ব্যক্তিগত ভাবনা হিসেবে দাগিয়ে দিলেন।