New Update
/anm-bengali/media/media_files/m2TbaD99IdHZno5naXAJ.jpg)
নিজস্ব সংবাদদাতা : নিয়োগ দুর্নীতি মামলায় বাড়ল ধৃতের সংখ্যা। সদ্যই গ্রেফতার করা হয়েছে কালীঘাটের কাকু ওরফে বেহালার বাসিন্দা সুজয় কৃষ্ণ ভদ্রকে। বুধবার নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে নিয়োগ দুর্নীতি ইস্যুতে সুর চড়লেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কলীঘাটের কাকু গ্রেফতার হয়েছেন। দিলীপের কটাক্ষ, ''কাকু-জেঠু হল। পিসির সময় আসছে। ভাইপোরও সময় আসছে। কান টানলে মাথা আসে। কান টানা শেষ।'' মাথা আসবে বলে ইঙ্গিত পূর্ণ মন্তব্য করলেন খড়গপুরের সাংসদ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us