/anm-bengali/media/media_files/nTlQVwO6Aun18Y0eJiee.jpg)
নিজস্ব সংবাদদাতা : প্রকাশিত মাধ্যমিকের রেজাল্ট। জীবনের প্রথম বড় পরীক্ষা। অনেকের যেমন প্রত্যাশা পূরণ হয়েছে, অনেকেরই তেমন প্রত্যাশা পূরণ হয়নি। মেলেনি প্রত্যাশা মতো নম্বরও। তবে, মনের মতো ফল না হলে কিংবা অকৃতকার্য হলেও মনে খারাপ না করে আগামীর পথে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। একদিকে তিনি যেমন শুভেচ্ছা জানান, সফল পরীক্ষার্থীদের। অন্যদিকে, তেমন অকৃতকার্যদের বলেন মন না খারাপ করতে। কারণ এটি জীবনের প্রথম বড় পরীক্ষা হলেও আগামীতে আরো অনেক বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে ধাপে ধাপে। সেই পরীক্ষায় জেতার জন্য় আগাম শুভেচ্ছা জানিয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি।
My greetings to all the #examwarriors of Madhyamik who have excelled in the exam. I pray to Ishwar for your betterment and success.
— Dilip Ghosh (@DilipGhoshBJP) May 19, 2023
Don't feel low if you couldn't perform as per your expectations. Madhyamik is not life. You will be successful☺️. pic.twitter.com/ECJIdnd3w3
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us