/anm-bengali/media/media_files/C1T1xfWXxNAIPXAQ0np1.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের অফিসে ভাঙচুর এবং পশ্চিমবঙ্গে 'SIR' (Special Integrated Revision) প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রথমে ত্রিপুরা প্রসঙ্গে তিনি বলেন,''ত্রিপুরায় তৃণমূলের কোনও অস্তিত্বই নেই, অথচ সেখানে তাদের একটি অফিস আছে। মানুষ ক্ষুব্ধ হয়ে কেবল দুটো টব ভেঙেছে। এতে এত বিচলিত হওয়ার কী আছে ? আপনার বাংলাকে সামলানো উচিত। মানুষের জীবন এখানে বিপদের মুখে রয়েছে।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/07/ucxJ1zheuOIfFs26dRQE.jpg)
এরপর SIR নিয়ে মমতা ব্যানার্জির মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন,''এই প্রক্রিয়ায় আসল ভোটারদের কোনও সমস্যা হবে না, কিন্তু বাংলাদেশী ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। এই কারণেই SIR করানো হচ্ছে। এটা এমন একটা প্রক্রিয়া যা প্রতি ২০-২৫ বছর পরেই হয়। তৃণমূল ভয় পাচ্ছে কারণ এই প্রক্রিয়ায় এখানে থাকা বেআইনি বাংলাদেশি ভোটাররা সবাই ছাঁকনি দিয়ে বেরিয়ে যাবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us