/anm-bengali/media/media_files/6wHQnuNjhWnGXpANDEz0.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সদ্য বিয়ের পর্ব মিটেছে। এখনও বোধহয় বিয়ের একমাসও হয়নি। আর এর মধ্যেই সন্তান হারার যন্ত্রণা পেলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। কল্পনাহীন একটা ঘটনা ঘটে গিয়েছে আজ সকালেই। ছেলের খবর পেতেই তড়িঘড়ি দৌড়ে ছিলেন রিঙ্কু। তারপর ছেলেকে নিয়ে গিয়েছেন হাসপাতাল, ছেলেকে নিয়ে গিয়েছেন মর্গে। তবে সেই সময় তাঁর সঙ্গে দেখা যায়নি দিলীপ ঘোষকে।
পরে যখন প্রীতম মজুমদারের দেহ নিমতলা শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয়, ঠিক তখন দেখা যায় দিলীপ ঘোষকে। তড়তাজা ছেলেটা এই ভাবে স্বর্গরথে আসছে দেখে খানিকটা আবেকপ্রবণ হয়ে পড়েন বিজেপি নেতা।
/anm-bengali/media/media_files/2025/04/20/PAZeIMpDlIwtMEdEevZ0.png)
কথায় কথায় বলেন, “রিঙ্কুর জগৎ ছিল ওর ছেলে। সবসময় ওর কথা ভাবত। আমার সাথে ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। আমরা একসাথে খেলা দেখতে পর্যন্ত গিয়েছিলাম। কিন্তু এখন ভাবতে পারছি না যে সে নেই। পুত্র সুখ তো এ জীবনে পেলাম না, তবে পুত্র শোক পেলাম!”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us