বাংলা ভাষার সঙ্গে আবার তৃণমূলের কী সম্পর্ক ? ফের তৃণমূলকে কড়া আক্রমণ করলেন দিলীপ ঘোষ

কি বললেন দিলীপ ঘোষ ?

author-image
Debjit Biswas
New Update
d

নিজস্ব সংবাদদাতা : এবার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, ''এক সময় সিপিএমও ভাবত যে তারা চিরকাল ক্ষমতায় থাকবে, এখন তৃণমূলেরও সেই একই রোগ হয়েছে।''

d

আজ তৃণমূলকে কড়া আক্রমণ করে তিনি বলেন,''বাংলা ভাষার সঙ্গে আবার তৃণমূলের কী সম্পর্ক ? যদি তারা বাংলার এতই অনুরাগী হন, তাহলে কেন তারা সংসদীয় নির্বাচনের জন্য এখান থেকে উপযুক্ত প্রার্থী খুঁজে পান না ? কখনও গুজরাট, কখনও বিহার, আবার কখনও উত্তর প্রদেশ থেকে কেন প্রার্থী তুলে আনতে হয় তৃণমূলকে।"