ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, অনুষ্ঠিত মার্কিন–ভারত সামরিক বৈঠক
আদিত্য ঠাকরের অভিযোগ: “নির্বাচন কমিশন ঘুমিয়ে আছে, বিজেপি আচরণবিধি মানছে না”
উত্তর কলকাতায় বিজেপির বিক্ষোভ, তৃণমূলের হামলার অভিযোগে কমিশনে অভিযোগপত্র জমা
৩১তম KIFF-এ বিশেষ আকর্ষণ, আঞ্চলিক ভাষার চলচ্চিত্র প্রদর্শন
ট্রেনে সেনা কর্মকর্তার হত্যাকাণ্ডে ক্ষোভ, রেল বোর্ডকে নোটিশ পাঠাল এনএইচআরসি
খোদ বিএলও 'ভুতুড়ে ভোটার'? ভোটার লিস্টে দুইবার নাম, রয়েছে দুটো এপিক নম্বরও
বাংলা বাঁচাও যাত্রা- ঘোষণা বামেদের!
শুরু হল ৩১তম কলকাতা চলচ্চিত্র উৎসব, শত্রুঘ্ন সিনহা ও আরতি মুখোপাধ্যায় পেলেন ‘বঙ্গবিভূষণ’ সম্মান
BREAKING: তোমাদের সঙ্গে বাণিজ্য করব না! ভারত-পাককে বার্তা ট্রাম্পের

বিরাট ব্রেকিং : 'আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা মাওবাদী', কেনো বললেন দেবাংশু ভট্টাচার্য?

জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবিতে আন্দোলন ও অনশনের প্রেক্ষাপটে তৃণমূল নেতাদের তোপের মুখে পড়েছেন তারা। দেবাংশু ভট্টাচার্য অভিযোগ করেছেন, এই আন্দোলন বেসরকারি হাসপাতালগুলিকে সুবিধা করে দিচ্ছে।

author-image
Debapriya Sarkar
New Update
Debangshu

নিজস্ব প্রতিবেদন : জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবিতে আন্দোলন এবং অনশনের প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেসের নেতাদের তোপের মুখে পড়েছেন তারা। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য দাবি করেছেন, ডাক্তারদের এই আন্দোলন মূলত বেসরকারি হাসপাতালগুলিকে সুবিধা করে দিতেই করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, মানুষের প্রাণের বিনিময়ে প্রতিবাদ করা ঠিক নয় এবং ডাক্তারদের কর্মকাণ্ডকে মাওবাদিদের সঙ্গে তুলনা করেন।

debangshu.jpg

দেবাংশু বলেন, "চিকিৎসা বন্ধ রাখা মানে মানুষ মারা। প্রতিবাদের জন্য মানুষ মারাকে যারা গ্রহণ করে, তাদের মধ্যে কোনো তফাত নেই।" তার মতে, জুনিয়র ডাক্তারদের আন্দোলন সরকারি হাসপাতালগুলোর সেবাকে ক্ষতিগ্রস্ত করছে, যার ফলে নার্সিংহোমগুলো লাভবান হচ্ছে। এছাড়া, তিনি উল্লেখ করেছেন যে, অনেক জেলা হাসপাতালের চিকিৎসকরা কলকাতায় গিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছেন। এই পরিস্থিতির উপর নজর রাখতে প্রশাসনের কাছে তালিকা পাঠানোর ঘোষণা করেন তিনি।

bjp debangshu.jpg

অন্যদিকে, সিনিয়র চিকিৎসকরা তৃণমূল নেতাদের আক্রমণের ভাষার কড়া সমালোচনা করেছেন। তাদের মতে, ডাক্তারদের ন্যায়বিচার ও নিরাপত্তার দাবি বৈধ এবং এই দাবিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। জুনিয়র ডাক্তারদের আন্দোলনটি স্বাস্থ্য সেবা ব্যবস্থার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ, যা সবার স্বার্থে।