/anm-bengali/media/media_files/rGbdBv76T1QhOD3Fq6Jt.webp)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ভোটের তিন দিন আগে দেবের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় তথ্য দিয়ে চাঞ্চল্যকর পোস্ট বিরোধী দলনেতার। এনামুল হকের ভাইয়ের থেকে দুই ফায় ৫০ লক্ষ টাকা নিয়েছেন দেব। ২০১৬ সালে এই টাকা নিয়েছেন বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। অভিযোগ, সিনেমা করতে গরুপাচারের টাকা নিয়েছিলেন তিনি। দেবকে একথা স্বীকার করতে হবে, দাবি শুভেন্দুর।
/anm-bengali/media/media_files/j9S8HZia3qG94JD04RdB.jpg)
দেবের কীর্তি:- pic.twitter.com/5RrzlxvDcr
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) May 23, 2024
'ও শুভেন্দু দা, তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো, হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে।ভালোবাসি বলে বললাম, আমিও জানি তুমি আমাকে ভালোবাসো। আর রইলো কথা গরু চুরির টাকা,তোমার কোলের ছেলে হিরো হিরণ সেও পিন্টু মন্ডলের থেকে টাকা নিয়েছেন,তাহলে উনিও কি গরু চোর? শুভেচ্ছা দুজনকেই। আর একটা কথা আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয়।'
/anm-bengali/media/media_files/gyUbaqYSpYtHlHW6w3bS.jpg)
ও শুভেন্দু দা,
— Dev (@idevadhikari) May 23, 2024
তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো, হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে।ভালোবাসি বলে বললাম, আমিও জানি তুমি আমাকে ভালোবাসো।
আর রইলো কথা গরু চুরির টাকা,তোমার কোলের ছেলে হিরো হিরণ সেও পিন্টু মন্ডলের থেকে টাকা নিয়েছেন,তাহলে উনিও.. https://t.co/WhpcEI0MARpic.twitter.com/u3HYruRhNk
তাহলে উনিও কি গরু চোর ?
— Dev (@idevadhikari) May 23, 2024
শুভেচ্ছা দুজনকেই।
আর একটা কথা
আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয়।
😘😘😘 https://t.co/CYdpanJEit
/anm-bengali/media/post_attachments/38f61c9b61f5495515f26759504f435411451c249e5f0279bbee688c2591bf4c.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us