পুজোয় ফের চমক, রেকর্ড গড়ল দেশপ্রিয় পার্ক

অশুভ শক্তিকে দূরে সরিয়ে শুভ শক্তির আহ্বান বাঙালির ঐতিহ্য।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
durga puja

File Picture

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজো মানেই চমক। আর সেই চমকের নাম দেশপ্রিয় পার্ক দুর্গোৎসব। কয়েক বছর আগে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা বানিয়ে নজর কেড়েছিল তারা। এবারে নতুন ইতিহাস—৬৭০ জন মহিলার একযোগে শঙ্খধ্বনিতে রেকর্ড তৈরি করল দেশপ্রিয় পার্ক।

অশুভ শক্তিকে দূরে সরিয়ে শুভ শক্তির আহ্বান বাঙালির ঐতিহ্য। সেই ঐতিহ্যকে কেন্দ্র করে দুর্গোৎসবের প্রথম দিকেই দেশপ্রিয় পার্কে আয়োজন করা হয় বৃহৎ শঙ্খধ্বনির। একসঙ্গে ৬৭০ জন মহিলা শঙ্খ বাজিয়ে নাম তুললেন এশিয়া বুক অফ রেকর্ডস এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডস–এ।

Deshpriya-Park-Puja

দেশপ্রিয় পার্ক দুর্গোৎসবের সেক্রেটারি সুদীপ্ত কুমার এই প্রসঙ্গে বলেন, “আমরা এবারে ১৭০ ফুট লম্বা নৌকা বানিয়েছি। তার পাশাপাশি এই ৬৭০ মহিলার শঙ্খধ্বনি রেকর্ড সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। দেশপ্রিয় পার্ক বুঝি রেকর্ড তৈরি করার জন্যই জন্মেছে”। 

দেশপ্রিয় পার্কের এই উদ্যোগে শুধু কলকাতা নয়, গোটা বাংলাই উচ্ছ্বসিত। দুর্গাপুজোর আবহে এই রেকর্ড পেয়ে উৎসব আরও বর্ণময় হয়ে উঠল।