ডেরেকের এই পদক্ষেপে বাঁচবে সাংসদের ৪০০ মিনিট সময় ! দেখুন বড় খবর

কি পদক্ষেপ নিলেন ডেরেক ও'ব্রায়েন ?

author-image
Debjit Biswas
New Update
derekk.jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি রাজ্যসভায় সাংসদদের জন্মদিনের শুভেচ্ছা জানানোর প্রথা বন্ধ করার জন্য সুপারিশ করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও'ব্রায়েন। আজ এই বিষয়ে ডেরেক ও'ব্রায়েন একটি টুইট বার্তায় লিখেছেন, "১লা আগস্ট আমি প্রস্তাব দিয়েছিলাম যে, রাজ্যসভার চেয়ারম্যানের উচিত পার্লামেন্টে সাংসদদের জন্মদিনে শুভেচ্ছা জানানো বন্ধ করা। এতে প্রতি বছর ৪০০ মিনিট সময় নষ্ট হয়। সেই সময় এখন গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় নিয়ে আলোচনার জন্য ব্যবহার করা হবে।" এরপর তিনি আরও লেখেন, "এখন জন্মদিনের শুভেচ্ছা জানানো বন্ধ করা হয়েছে।"

qpouytrew