'এটা সূচনা, আমায় যেতে হবে অনেক পথ বাকি...'! সবাইকে চমকে কী লিখলেন এই TMC সাংসদ?

সবাইকে চমকে দিলেন এই সাংসদ।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
TMC hj1.jpg

নিজস্ব সংবাদদাতা: আজ বিধানসভায় পেশ হবে ধর্ষণ বিরোধী আইন অপরাজিতা। এই নিয়ে পোস্ট করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন।

Trinamool MP Derek O'Brien suspended from Rajya Sabha until end of session  for 'ignoble misconduct' | India News - The Indian Express

তিনি লেখেন, নির্ভয়া কাণ্ডের এক যুগ পেরিয়ে গেল, নারকীয় জঘন্য অপরাধ শেষ হল না। এই অগস্টে কলকাতার এক তরুণী চিকিৎসককে আমরা হারালাম। রায়গড়ে হারিয়েছি এক আদিবাসী নারীকে। যোধপুরে পনেরো বছর বয়সী, দিল্লিতে ৭ বছর এবং বদলাপুরে দু'জন ৪ বছরের শিশুকন্যাকে। 

আজ কথাকে কাজে পরিণত করার শপথ নিই আমরা। দ্রুত। এই প্রথমবার রাজ্য সরাসরি ধর্ষণবিরোধী আইন পাশ করল। এটা সূচনা। বাংলা রাস্তা দেখাচ্ছে।

rape3girl

  

"কিন্তু, কথা আছে, আমায় যেতে হবে/ ঘুমের আগেভাগে, আমায় যেতে হবে/ অনেক পথ বাকি, আমায় যেতে হবে..."

(মূল কবিতা পংক্তি: রবার্ট ফ্রস্ট, অনুবাদ: শক্তি চট্টোপাধ্যায়)

TMC MP Derek O'Brien suspended over 'ignoble misconduct' in Rajya Sabha |  Latest News India - Hindustan Times