এবার ডেঙ্গির বলি বিজেপি নেতা!

ডেঙ্গির বলি নদিয়ার বিজেপি নেতা।

author-image
Aniruddha Chakraborty
New Update
dengue

FILE PIC

নিজস্ব সংবাদদাতাঃক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। এবার ডেঙ্গিতে মৃত্যু হল ৩৮ বছর বয়সী এক যুবকের। নদিয়ার হরিণঘাটা ব্লকের কাশ্যডাঙা এলাকার বাসিন্দা রমেশ দাস। কাশ্যডাঙা-১-এর রাইখাস এলাকার বিজেপির কো কনভেনার ছিলেন তিনি। গত ২১ জুলাই জ্বর এসেছিল। এরপরই বড় জাগুলি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় রমেশকে। সেখান থেকে কল্যাণী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

কল্যাণীতে তিনদিন চিকিৎসাধীন থাকার পর কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় বিজেপি নেতাকে। হাসপাতালেই মৃত্যু হয়েছে রমেশের। এই ঘটনায় পরিবারের তরফে সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ইতিমধ্যে রাজ্যে ডেঙ্গিতে ৬ জনের মৃত্যু হয়েছে।