/anm-bengali/media/media_files/2025/08/19/atin-ghosh-2025-08-19-08-55-12.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: কলকাতা শহরে ফের বাড়তে শুরু করেছে ডেঙ্গি সংক্রমণ। গত দু’সপ্তাহে শহরে ডেঙ্গিতে দু’জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুরসভা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ নজরদারি শুরু হয়েছে শহরের বিভিন্ন ওয়ার্ডে। পুরসভার ডেপুটি মেয়র ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অতীন ঘোষ জানিয়েছেন, ‘‘এটা কোনও তাৎক্ষণিক ব্যবস্থা নয়, সারা বছর ধরেই পুরসভা মশাবাহিত রোগ রোধে কাজ করে”।
পুরসভার তরফে যেসব ওয়ার্ডকে বর্তমানে ‘ঝুঁকিপূর্ণ’ বলে চিহ্নিত করা হয়েছে, সেগুলি হল— ৬৬, ৬৭, ৬৯, ৭০, ৭৭, ৯৩ এবং ১০৮ নম্বর ওয়ার্ড। ওই সমস্ত এলাকায় বাড়তি নজরদারি এবং বাড়ি-বাড়ি সচেতনতা কর্মসূচি শুরু হয়েছে।
অতীন ঘোষ বলেন, ‘‘কলকাতায় প্রায় ৪৫ লক্ষ মানুষ বাস করেন, যার মধ্যে ১৮ লক্ষেরও বেশি মানুষ বস্তি এলাকায় থাকেন। সেখানে জল জমিয়ে রাখার প্রবণতা বেশি, আর সেখানেই মশার প্রজনন হয়”।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/lJPPfi62hbcy8Vuo74Nr.jpg)
কলকাতা পুরসভা জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত শহরে মোট ২৯০ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। গত বছর এই সময়ে আক্রান্তের সংখ্যা ছিল ২৫৫। ২০২৩ সালে একই সময়ে সংক্রমণ ছিল ৬৭২।
ডেপুটি মেয়র জানান, পুজোর সময় বিভিন্ন প্যান্ডেলে জমা জল থেকে মশা বসতে পারে। তাই প্রতিটি পুজো উদ্যোক্তার সঙ্গে বৈঠক করে আগাম সতর্কতা নেওয়া হবে। পাশাপাশি মশার লার্ভা নষ্ট করার কাজে জোর দেওয়া হয়েছে। তবে শুধু ডেঙ্গি নয়, শহরে ম্যালেরিয়ার সংক্রমণও বাড়ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর এখনও পর্যন্ত ১,১৫৬ জন শহরবাসী ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। তাই সবমিলিয়ে সতর্ক থাকতেই হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us