/anm-bengali/media/media_files/2025/10/15/whatsapp-image-2025-10-15-2025-10-15-16-36-16.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: কলকাতায় মানবিক রূপ ডেবরার বিধায়ক হুমায়ুন কবীরের। বিশেষ ব্যবস্থা করলেন এক ব্যক্তির জন্য।
বুধবার সকালে কলকাতায় মর্নিং ওয়ার্কে বেরিয়ে দেখেন একটি হোটেলের পিছনের ফুটপাতে ১ মহিলা এবং ২ পুরুষ ঘুমিয়ে আছে। ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর জিজ্ঞাসা করে জানতে পারেন সুদূর শেখপাড়, রানীনগর, মুর্শিদাবাদ থেকে তারা ফিজিওথেরাপিস্টকে দেখাতে গতকাল কলকাতায় এসেছে। কোমরে ব্যথার ট্রিটমেন্ট নিয়ে কাল যখন বেরোল রাত ৮টা, আজ আবার ট্রিটমেন্ট করতে হবে। এদিকে মাপা টাকা শেষ, তিন হাজার টাকার নীচে কোনও হোটেল নেই। হোটেলে থাকলে ফিজিওথেরাপি করানোর টাকা কুলোবে না। ফুটপাতের দোকানে রুটি তরকারি খেয়ে চুপচাপ রাস্তায় লোক কমে যাওয়ার অপেক্ষা করতে থাকল। শুনেছে কলকাতা নিরাপদ শহর তবুও বৌকে নিয়েই ভয়, লোক কমতেই পালা করে বৌকে পাহারার ব্যবস্থা করে ঘুমিয়ে পড়ল। স্নান, বাথরুম যাওয়া চেপে অপেক্ষা করছে ১০টায় চেম্বার খোলার। এই সমস্ত বিষয় শুনে ওদের তুলে নিয়ে একদিনের হোটেল থাকা এবং খাওয়ার ব্যবস্থা করলেন ডেবরার বিধায়ক। ১০টায় চেম্বার খুললে তিনি নিজের লোককে পাঠিয়ে অনুরোধ করবেন যাতে কম খরচে ট্রিমমেন্ট করা যায়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/15/screenshot-2025-10-15-163603-2025-10-15-16-36-30.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us