নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ নিয়ে লিখলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি ফেসবুকে লেখেন, আজ ওদের ওয়াকফ সম্পত্তি কাল আপনার দেবত্ব সম্পত্তি আজ আপনি চুপ আছেন কাল বাকিরা চুপ থাকবে। ধর্মের লেনাদেনা কতটা জানিনা, কিন্তু এটুকু জানি, ওদের যাবতীয় নজর কেবল "সম্পত্তি" শব্দটায়। নইলে আদানিদের হাতে কী তুলে দেবে?
/anm-bengali/media/media_files/6FnsLl51RJv3tYKAPjF2.jpg)