প্রশ্ন আছে বিশ্বাসযোগ্যতা নিয়ে! অভিষেককে নিয়ে বিস্ফোরক দেবাংশু

আজ কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এই নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডিকে আক্রমণ করলেন দেবাংশু।

author-image
Anusmita Bhattacharya
New Update
abhishek bur.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে আজ ইডির বিরুদ্ধে বড় স্বস্তি পেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির দায়ের করা ইসিআইআর-এর ভিত্তিতে কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না ইডি। এবার এই নিয়ে ইডিকে আক্রমণ করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। নিজের X হ্যান্ডেলে লেখেন, 'নিজেদের ECIR এর ভিত্তিতে কোনো প্রমাণ দিতে পারেনি ইডি। কেবল দেখিয়েছে কালীঘাটের কাকুর কিছু বক্তব্য; যেখানেও প্রশ্ন আছে বিশ্বাসযোগ্যতা নিয়ে! এতদিন ধরে তদন্ত করে কি বেরোলো তাহলে? একটা ছেলেকে চারবার ডেকেও "নো প্রুফ"! বড় স্বস্তি লাগছে ভেবে যে সবাই "বিকাশদার পায়ের কাছে" বসে নেই। এখনো আইনের চোখ বাঁধা, কেবল হাতের দাড়িপাল্লাই প্রমাণের ওজন মেপে নেয়.. ধন্যবাদ বিচারব্যবস্থা। জয় হিন্দ'।