নিজস্ব সংবাদদাতা: বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ। এই খবরের সত্যতা স্বীকার না করলেও এখন দিলীপ ঘোষকে নিয়েই আলোচনা সর্বত্র। আনন্দ ধরছে না তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যর। করেই ফেললেন পোস্ট। তবে এবার শুধুই শুভেচ্ছাবার্তা।
দেবাংশু লেখেন, অনেক অভিনন্দন দিলীপ ঘোষ দা। মন থেকে খুশি হয়েছি। খুব ভালো হোক। নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেঁড়ে নিয়ে গোলাপ তুলে দিক। ভালো থাকুন দুজনে। Again Congratulations!
/anm-bengali/media/media_files/6wHQnuNjhWnGXpANDEz0.jpg)