New Update
/anm-bengali/media/media_files/2025/03/09/nsVEdjwXmaJeCLZe93cj.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: ফের যাদবপুর কাণ্ডে (Jadavpur Case) বামেদের নিশানা তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya)। এদিন দেবাংশু ফেসবুকে বলেন,'পুলিশের যদি যাদবপুর কান্ড নিয়ে আমায় কিছু জিজ্ঞাসা করার থাকে, আমার যেতে আপত্তি নেই। কিন্তু সিপিএমের বন্ধুরা দেবাংশুকে কেন ডাকা হচ্ছে না এই অবান্তর প্রশ্ন তুলছেন কেন? যে ভুয়ো ছবি এসএফআই দেখিয়েছে কিংবা গণশক্তির প্রথম পাতা ছেপেছে, সেই ছবিগুলিকে মিথ্যে প্রমাণ করার কাজ করেছি আমি কেবল! আপনি কোনও ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সেটাকে প্রমাণ করার জন্য যদি কিছু ছবি বা ভিডিও পেশ করেন, তখন আপনার দেওয়া সেই তথ্যের সত্যতা যাচাই করার জন্য পুলিশ আপনাকেই ডাকবে; সেই ছবিকে যারা মিথ্যে বলেছে তাদেরকে নয়। অভিযোগ প্রমাণের দায় অভিযোগকারীর, অভিযুক্তের নয়। এটাই নিয়ম।'।
/anm-bengali/media/media_files/2025/02/06/EZwBCC11BxaTnkjbkXUD.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us