New Update
/anm-bengali/media/media_files/6FnsLl51RJv3tYKAPjF2.jpg)
নিজস্ব সংবাদদাতা: ১৩ সেপ্টেম্বরের পর আবার ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠাল ইডি। এই নিয়ে রীতিমতো বিজেপিকে আক্রমণ করতে শুরু করে দিয়েছে তৃণমূলের বিভিন্ন নেতা। আক্রমণ করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। পরিষ্কার জানিয়ে দিলেন যে প্রতিটি নির্দিষ্ট কর্মসূচির দিনেই এভাবে তলব করা কাকতালীয় হতে পারে না।
দেবাংশু লিখলেন, 'দৌড়ে এসে ছোট্ট ছেলের টুটির উপর কামড়ে ধরিস! আর কত ভয় পাগল রাজা হাত পা ছুড়ে কান্না করিস? আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে.. প্রথমে দুবার করে নবজোয়ার যাত্রার সময়। তারপর ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির মিটিং-এর দিন; এবার দিল্লির ধর্ণার দিন! এই প্রত্যেকটা ঘোষিত কর্মসূচির দিনে সমন পাঠানোকে যারা এখনও "কাকতালীয়" মনে করছেন, তাদের মৃত বিচারবোধ ও বুদ্ধির আত্মার শান্তি কামনা করছি'।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us