'মহিলার এলেম আছে বটে'! কার দিকে ইঙ্গিত দেবাংশুর?

শুভেন্দু ও বিজেপি বিরোধী পোস্টে এক মহিলার প্রসঙ্গ টানলেন দেবাংশু। কে তিনি?

author-image
Pallabi Sanyal
New Update
aaaaa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : বামেদের প্রশংসা শুভেন্দু অধিকারীর মুখে। কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। ট্যুইটে কী বোঝাতে চাইলেন দেবাংশু ভট্টাচার্য? শুভেন্দুকে আক্রমণ করে বাম-বিজেপি আঁতাতের দাবি করে দেবাংশু লেখেন, ''শুভেন্দু অধিকারী মাঝে মধ্যেই সিপিএমের প্রশংসা করছেন। আপনারা অকারণ অবাক হচ্ছেন!ভেবে দেখুন তো, এই রাজ্যের বিজেপি কাদের ভোটে পুষ্ট? কাদের তুষ্ট করতে পারলে বাকি ৫% ভোটও বামদিক থেকে 'রাম'দিকে টানা যাবে? 'শত্রুর শত্রুর আমার মিত্র', এ তো চিরাচরিত সমীকরণ! আর এই রাজ্যের মাটিতে উভয়ের কমন শত্রুর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলার এলেম আছে বটে! তারই দৌলতে একসময় এ রাজ্যে চিরশত্রু বাম-কংগ্রেস জোটবদ্ধ হয়েছিল। আজ তারই দৌলতে রাম, বামও এক হল।''

hiring.jpg