New Update
/anm-bengali/media/media_files/uMo95JsW4Yz2DWA6IcLG.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিলকিস বানো (Bilkis Bano) মামলায় বড় ধাক্কা খেয়েছে গুজরাট হাইকোর্ট। বিলকিস বানো গণধর্ষণ মামলায় দোষীদের খালাস বাতিল করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে, ১১ জন ধর্ষককে মুক্তির যে সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট সরকার, তা এক্তিয়ার বহির্ভূত। বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের পর্যবেক্ষণ, জালিয়াতি করে ধর্ষকদের মুক্তি দেওয়া হয়েছিল। এদিকে এই নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। তিনি বলেন, ‘অর্থাৎ, কুকর্মের সহযোগী গুজরাট সরকার।‘
অর্থ্যাৎ, "কুকর্মের সহযোগী গুজরাট সরকার" https://t.co/njQ7jyOeb8
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) January 8, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us