১৪ বছরেই হৃদরোগে মৃত্যু!

আপনার বাচ্চা সুস্থ তো? স্কুলে গিয়ে বা বাড়ি থেকে বেরনোর সময় অসুস্থ বোধ করছে না তো? সাবধান হন এখনই।

author-image
Pallabi Sanyal
New Update
11234

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা : কম বয়সীদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট! এমন প্রশ্নই তুলে দিল এক ছাত্রীর মৃত্যুর ঘটনা। মাত্র ১৪ বছর বয়সেই ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে থেমে গেল জীবনের চাকা। স্কুলে প্রার্থনা চলাকালীন অসুস্থ বোধ করে দক্ষইম কলকাতার নামী ইংরেজি মাধ্য়ম স্কুলে পড়া ওই ছাত্রী। এরপর তাকে বেসরকারি এক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু বলেই মনে করছেন চিকিৎসকরা। 

স্কুলে না যাওয়ার জন্য অনেক সময় পেট ব্যথা কিংবা শরীর খারাপের বাহানা দিয়ে থাকে ছাত্র ছাত্রীরা। অনেক সময় এমন ঘটনাও ঘটেছে  যে বাচ্চারা অসুস্থ বোধ করলেও অভিভাবকরা সেটাকে বাহানা বলেই ভেবেছেন। জোর করে পাঠিয়ে দিয়েছেন স্কুলে। তবে, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সতর্ক হন। শরীর খারাপ নিয়ে বাচ্চাদের স্কুলে যেতে বাধ্য না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর শিক্ষার্থীদেরও উচিত শরীর খারাপ নিয়ে মিথ্যা না বলার।