নিজস্ব সংবাদদাতা: ভোটের মধ্যে পশ্চিমবঙ্গে ফের বোমা-বারুদের শিকার কৈশোর।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার দিনেই হুগলির পাণ্ডুয়ায় বোমা ফেটে হল মৃত্যু। মারা গেল ১ কিশোর। বিস্ফোরণে হাত উড়ে গেল ১ জনের। গুরুতর আহত আরো ১ জন। আহতদের ভর্তি করা হয়েছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে।
/anm-bengali/media/media_files/rWSf1YdotY34Kqghj1dL.jpg)
/anm-bengali/media/post_attachments/66e7bf4bf12dfbaeb8946331fe304ab2471ca387b4f017ce8a7d475181fae813.webp)