Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/2025/02/07/luOTnsfrCANZMjgdYZyz.jpg)
ফাইল চিত্র
নিজস্বসংবাদদাতা: টলিউডের স্টুডিও পাড়ায় জটিলতা অব্যাহত। কর্মবিরতিতে পরিচালকরা। চলছে টেকনিসিয়ানদের সঙ্গে পরিচালকদের সংঘাত। পরিচালকদের হাজার অনুরোধেরও সাড়া দেননি টেকনিসিয়ানরা। ইতোমধ্যে ডেডলাইন শেষ হয়েছে। সূত্রের খবর, কাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন পরিচালকরা।
বৈঠকেও সমাধান অধরা। অব্যাহত টালিগঞ্জের স্টুডিওপাড়ায় অচলাবস্থা। সাংবাদিক বৈঠকে পরিচালকদের তরফে এদিন সুদেষ্ণা রায় তাঁদের সমস্ত দাবির কথা জানিয়েছেন। এ বিষয়ে পরিচালকদের দাবি, ব্ল্যাকলিস্ট করা যাবে না, কাউকে, বন্ধ করা যাবে না কাজ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us