ভর দুপুরেই আঁধার! হঠাৎ ভোল বদল

দুপুরেই ভোল বদল আবহাওয়ার! সকালের রোদ ঝলমলে আকাশের মুখ ভার। চারিপাশ কালো। কলকাতার ছবিটা যেন নিমেষেই বদলে গেল। শুরু বৃষ্টি। সৌজন্যে নিম্নচাপ।

author-image
Pallabi Sanyal
New Update
১১১

নিজস্ব সংবাদদাতা : দুপুরেই সন্ধ্যা! আবহাওয়ার হঠাৎ ভোলবদলে দুপুরেই চারিপাশে নেমে এসেছে আঁধার। কলকাতার আকাশ সকাল থেকে রোদ ঝলমলে থাকলেও বেলা গড়াতেই নামল বৃষ্টি। তবে এমনটা যে হবে তা কিন্তু আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে নিম্নচাপ। বিকেলেই তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা। ফলে, মঙ্গলে স্বস্তি ফেরার যে পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস তা মিলে গেল অক্ষরে অক্ষরে। সন্ধেয় গভীর নিম্নচাপ বাংলাদেশ উপকূল অতিক্রম করবে বলে খবর। যার জেরে উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট চলতে পারে। কলকাতা সহ ১৪ টি জেলায় অতি ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে দুর্যোগের জন্য। সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল লন্ডভন্ড হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে, কলকাতাবাসী দিনভর ঘ্যাম প্যাচ প্যাচে অবস্থায় নাজেহাল হলেও বিকেল হতেই আবহাওয়ার ভোল বদলে ঠান্ডা হল চারিপাশ।