/anm-bengali/media/media_files/1000069635.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার তৃণমূলকে নিশানা করে নতুন ভিডিও পোস্ট করেছেন তরুণজ্যোতি তিওয়ারি। তিনি বলেছেন,
"ধিক্কার! দেখুন মমতা সরকারের চূড়ান্ত নির্লজ্জতা !
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া প্রকাশ্যে বলছেন — ধর্ষণ নাকি “তুচ্ছ ঘটনা”! আর জনগণ নাকি অকারণেই “হইচই” করেন!
এই লজ্জাজনক মন্তব্য শুধু মানস ভূঁইয়ার নয় — এটাই তৃণমূলের আসল চেহারা। কখনও ধর্ষিতার চরিত্র হনন, কখনও ধর্ষকের পাশেই দাঁড়িয়ে যায় দলের নেতা— মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের মতো নির্লজ্জরা, প্রকাশ্যে ধর্ষণের শিকার হওয়া মেয়েটির দিকেই আঙুল তোলে তারা।
আর যখন ধর্ষণ হয় রাজ্য সরকারের অধীনস্থ কলেজ ক্যাম্পাসে, অভিযুক্ত হয় তৃণমূলেরই নেতা — তখনও নীরব, তখনও ধর্ষককে দেওয়া হচ্ছে রক্ষাকবচ! কারণ অপরাধী তো “দলের ছেলে”!
এই কি বাংলার “মা-মাটি-মানুষ”-এর প্রতিশ্রুতি? এই কি নারী সুরক্ষা?
মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল আজ বাংলার মেয়েদের জন্য সবচেয়ে বড় হুমকি।
নারী নিরাপত্তা শুধুই মুখের বুলি — বাস্তবে মমতার শাসন মানেই ধর্ষকদের অভয়ারণ্য!"
/anm-bengali/media/post_attachments/671686ed-a03.png)
তরুণজ্যোতি তিওয়ারির এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।
ধিক্কার! দেখুন মমতা সরকারের চূড়ান্ত নির্লজ্জতা !
— Tarunjyoti Tewari (@tjt4002) July 1, 2025
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া প্রকাশ্যে বলছেন — ধর্ষণ নাকি “তুচ্ছ ঘটনা”! আর জনগণ নাকি অকারণেই “হইচই” করেন!
এই লজ্জাজনক মন্তব্য শুধু মানস ভূঁইয়ার নয় — এটাই তৃণমূলের আসল… pic.twitter.com/6h5IYQSg3y
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us