New Update
/anm-bengali/media/media_files/tAgdILVj2jyrcoczP9Lz.png)
নিজস্ব সংবাদদাতা: আগে সময়ের অভাবে বারবার পিছিয়ে গেছে ডিএ মামলার শুনানি। হতাশ হয়েছে রাজ্য সরকারি কর্মীরা। এবারও কি তেমনটাই হল?
/anm-bengali/media/media_files/Xxb7JEcqg965xk22Mzd0.jpg)
আগের সোমবার ১১৯ দিন পর বাংলার ডিএ মামলা শুনানির জন্য উঠবে সুপ্রিম কোর্টে এমনটাই শোনা যাচ্ছিল। তবে তখনও ময়ের অভাবে পিছিয়ে গেল সেই শুনানি। এরপর আগামী ২০২৫ সালের ৭ জানুয়ারি (মঙ্গলবার) সুপ্রিম কোর্টে ফের উঠবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলাটি। সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে জানানো হল যে হরিশ সালভে তাদের আইনজীবী হবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us