ডিএ : মহা মিছিলের পর ধর্মঘট! রয়েছে একাধিক দাবি

হকের ডিএ-র দাবি, কেন্দ্রের সমান হারে ডিএ দিতে হবে, এছাড়াও সরকরি দফতরে শূন্যস্থান পূরণ ও স্থায়ী নিয়োগের দাবিও তোলা হবে আন্দোলনকারীদের তরফে।

author-image
Pallabi Sanyal
New Update
sealdah

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : ডিএ আন্দোলনের ১০০তম দিনে মহামিছিলের সিদ্ধান্ত নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। মহা মিছিল থেকেই সিদ্ধান্ত হতে পারে, ফের কবে ডাকা হবে ধর্মঘট। এর আগেও একাধিকবার সরকারি দফতরগুলিতে কর্মবিরতির ডাক দিয়েছিলেন ডিএ আন্দোলনকারীরা। আবার কবে ধর্মঘটের ডাক দেবেন তারা সেই দিকেই তাকিয়ে সরকারি কর্মীরা। অন্যদিকে, হকের ডিএ-র দাবি, কেন্দ্রের সমান হারে ডিএ দিতে হবে, ছাড়়াও সরকরি দফতরে শূন্যস্থান পূরণ ও স্থায়ী নিয়োগের দাবিও তোলা হবে আন্দোলনকারীদের তরফে।  সব মিলিয়ে ডিএ আন্দোলনের শততম দিন থেকে কী বার্তা বা সিদ্ধান্তের কথা জানান আন্দোলনকারীরা সেই দিকেই তাকিয়ে সব মহল।