মমতার দুয়ারে আন্দোলন! মুখ্যমন্ত্রীর পাড়ায় DA আন্দোলনকারীরা

মহার্ঘ ভাতার দাবিতে এবার গন্তব্য মুখ্যমন্ত্রীর দুয়ার। আগামী ৬ মে সংগ্রামী যৌথ মঞ্চের শহিদ মিনারের অবস্থান ১০০ দিন পূর্ণ করবে। ওই দিন কলকাতায় এক বিশাল মিছিলের আয়োজন করবেন আন্দোলনকারীরা।

New Update
da1

নিজস্ব সংবাদদাতা: মহার্ঘ ভাতার (DA) দাবিতে এবার গন্তব্য মুখ্যমন্ত্রীর দুয়ার। আগামী ৬ মে সংগ্রামী যৌথ মঞ্চের শহিদ মিনারের অবস্থান ১০০ দিন পূর্ণ করবে। ওই দিন কলকাতায় এক বিশাল মিছিলের আয়োজন করবেন আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) বিধানসভা এলাকায় জনসভা করতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এত দিন কলকাতা-সহ জেলায় জেলায় এবং ডিএ-র দাবিতে দিল্লির যন্তরমন্তরে ধর্না (Dharna) দিয়েছেন বিক্ষোভকারীরা। এই প্রথম মুখ্যমন্ত্রীর বাড়ির কাছের কোনও জায়গায় সভা করার কথা ঘোষণা করলেন। ৬ মে কলকাতায় মিছিলের পর হাজরা মোড়ে (Hazra More) সভা করে ডিএ-র দাবিতে সোচ্চার হবেন কর্মচারীরা। হাজরা মোড় এলাকাটি মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরের (Bhowanipore) অন্তগর্ত। তবে হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি এক কিলোমিটার দূরেও নয়। এমন সংবেদনশীল এলাকায় পুলিশ আদৌ সভার অনুমতি দেবে কিনা, সেটা নিয়ে রয়েছে সংশয়।