নবান্নের নাকের ডগায় চলছে DA আন্দোলন, বড়সড় অশান্তির আশঙ্কা

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা ১ জানুয়ারি থেকে অতিরিক্ত ৪ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) পাবেন বলে বৃহস্পতিবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
SWETA MITRA
New Update
DA MAMATA.jpg

 

 

নিজস্ব সংবাদদাতাঃ আজ থেকে নবান্নের সামনে শুরু হল সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ (DA) নিয়ে আন্দোলন। আজ অর্থাৎ ২২ থেকে ২৪ ডিসেম্বর অবধি নবান্নের সামনে ধর্নায় বসার অনুমতি দিয়েছে হাইকোর্ট। যদিও কলকাতা হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ৩০০ জনের বেশি একমঞ্চে থাকতে পারবে না। অন্যদিকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে পুলিশের হুঁশিয়ারি, বেশি জোরে স্লোগান দেওয়া যাবে না।  শীতের কামড় উপেক্ষা করে আজ ভোর থেকেই শুরু হয়েছে বকেয়া ও বর্ধিত হারে ডিএ নিয়ে বিক্ষোভ। ডিএ নিয়ে চলছে টানাপোড়েন। নবান্ন বাস টার্মিনাস চত্ত্বরে চলছে বিক্ষোভ আন্দোলনকারীদের। যদিও পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ। গতকালই ডিএ বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বরফ গলেনি বলে মনে হচ্ছে।  ভিক্ষা চাই না’, জানিয়ে দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা।