New Update
/anm-bengali/media/media_files/6EnpxUGcX9CrIqCLEaaG.jpg)
নিজস্ব সংবাদদাতা: জেনারেল ও মিউচুয়াল ট্রান্সফার নেওয়া শিক্ষক ও শিক্ষাকর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুদের টাকা শীঘ্রই মিটিয়ে দেবে রাজ্য সরকার। এই সপ্তাহেই এই নিয়ে শিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে জানা গেল। এর আগে বদলির পর জেনারেল প্রভিডেন্ট ফান্ড ট্রান্সফার করা হলেও রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীরা তাঁদের সুদ পাননি। এই নিয়ে অভিযোজ জমা পড়ে শিক্ষা দফতরের কাছে। এরপরই অর্থ দফতরকে বিষয়টি জানানো হয়। এই আবহে সুদের অর্থ মিটিয়ে দেওয়ার অনুমোদন মিলেছে। দফতর বকেয়া সুদ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করার পর শীঘ্রই বকেয়া অর্থ ঢুকে যাবে বদলি হওয়া শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অ্যাকাউন্টে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us