BREAKING: কবে বকেয়া ডিএ পাচ্ছেন কর্মীরা? এই মুহুর্তের সবচেয়ে বড় আপডেট!

জানুন এই আপডেট সম্পর্কে।

author-image
Anusmita Bhattacharya
New Update
damamta1

নিজস্ব সংবাদদাতা: ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল। আগামীকাল হবে সর্বোচ্চ আদালতে শুনানি। পূর্ণাঙ্গ শুনানির পক্ষেই মত সুপ্রিম কোর্টের। প্রয়োজনে প্রতিদিন শুনানি হবে, জানাল সুপ্রিম কোর্ট। হাইকোর্ট বা ট্রাইবুনাল কেউই টাকার অংক নির্ধারিত করেনি। সেটা করতে সময় লাগবে। মামলার দ্রুত নিষ্পত্তি চায় আদালত। 

প্রসঙ্গত, কেন্দ্র রাজ্য ডিএ- র ফারাক ৩৭%। 

Supreme court
ফাইল চিত্র