New Update
/anm-bengali/media/media_files/2025/05/16/ZjfCO4LLA40LpHx9Xv27.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ, শুক্রবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই মামলার শুনানি করবেন।
/anm-bengali/media/media_files/2025/02/13/OlLSUaPX6qFIko5zWLPs.jpg)
গত বুধবার আদালত রাজ্যের আইনজীবীকে মৌখিকভাবে পরামর্শ দেয়, বকেয়া ডিএ-র অন্তত ৫০ শতাংশ দিয়ে দিতে। তবে সেদিন শুনানি স্থগিত হয়ে যায়।এর আগে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, এই মামলায় বিস্তারিত শুনানি দরকার। তাই আজ রাজ্য কী অবস্থান নেয়, সেটাই এখন দেখার বিষয়। সরকারি কর্মীরা আজকের রায় বা পর্যবেক্ষণের দিকে তাকিয়ে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us