বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত হচ্ছে বিপদ, জেনে নিন কখন কীভাবে নামবে বৃষ্টি

২৭ সেপ্টেম্বর সকালে স্থলভাগে প্রবেশ করবে এই সিস্টেম।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
asas

File Picture

নিজস্ব সংবাদদাতা: উৎসবের আবহে ফের ঘনীভূত হচ্ছে দুর্যোগের আশঙ্কা। আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকের দিকে অগ্রসর হচ্ছে। আগামী শুক্রবার রাতের মধ্যে এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হবে। শনিবার, অর্থাৎ ২৭ সেপ্টেম্বর সকালে স্থলভাগে প্রবেশ করবে এই সিস্টেম।

উত্তাল থাকবে সমুদ্র, ফলে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এর মধ্যে, দক্ষিণবঙ্গে ২৬ সেপ্টেম্বর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৭ সেপ্টেম্বর (শনিবার) দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা। কলকাতাতেও মেঘলা আকাশের পাশাপাশি কয়েক পশলা বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে।

cyclonew1.jpg

উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, অন্যত্র ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতরের মতে, বুধবার থেকে বৃষ্টি আরও জোরদার হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।