তছনছ করে দেবে ঘূর্ণিঝড় 'মিধিলি'! ২৪ ঘণ্টায় তুমুল তাণ্ডব?

এবার এক নতুন ঘূর্ণিঝড় আসছে। এর নাম রেখেছে মালদ্বীপ। কোথায় কোথায় তাণ্ডব চালাতে পারে এই ঘূর্ণিঝড় এবং এর প্রভাবে বৃষ্টি হবে কি বাংলায়? জেনে নিন সব আপডেট।

New Update
dxsadsa

নিজস্ব সংবাদদাতা: আশঙ্কাই সত্যি হতে পারে এবার। বাংলার উপকূলে তুমুল বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়? বড় আপডেট দিল এবার আলিপুর আবহাওয়া দফতর। অতি ভারী বৃষ্টির সতর্কতার মধ্যেই এবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার আশঙ্কা তৈরী হয়েছে। অতি গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। 

জানা যাচ্ছে ঘূর্ণিঝড় হলে তার নাম হবে, 'মিধিলি'। মালদ্বীপ দিয়েছে এই নাম। কিন্তু বাংলায় ঠিক কতটা প্রভাব পড়বে এই ঝড়ের? কোন কোন জায়গায় বৃষ্টির সতর্কতা জারি করে দেওয়া হল? দেখে নেওয়া যাক ঠিক কী বলছে আলিপুর ও মৌসম ভবন এই নিয়ে। বাংলার জন্য কিছুটা স্বস্তি রয়েছেকারণ  হাওয়া অফিস জানাচ্ছে যে 'হামুনের' মতো ঘূর্ণিঝড় 'মিধিলি'ও বাংলাদেশের দিকেই চলে যাবে। শনিবার ভোররাতে মংলা-খেপুপাড়া উপকূল হয়ে বাংলাদেশের স্থলভাগে ঢুকে যাবে এই ঘূর্ণিঝড়।